করোনাভাইরাস যুদ্ধে সহযোদ্ধার মৃত্যুঃ
করোনাভাইরাস যুদ্ধে সহযোদ্ধার মৃত্যুঃ
আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দিন শুরু। প্রিয় সহযোদ্ধা বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা জনাব জালাল সাইফুর রহমান, পরিচালক (উপসচিব), দুর্নীতি দমন কমিশন ! কোভিড ১৯ আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সারাদেশে করোনাভাইরাস বিরোধী যুদ্ধে ডাক্তার, সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। মনে হচ্ছে, এ কাজটি শুধূই প্রশাসনের। আর জনগন আামাদের সাথে এতদিন লুকোচুরি করেছে।
কর্মকর্তারা সবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। যে কোন মূহুর্তে আমরা সংক্রমিত হতে পারি।
৪৮ বছর বয়সে জালালের এ কেমন মৃত্যু! যার মৃত্যুর সময় প্রিয়জন কেউ পাশে থাকতে পারে না।
এ কেমন মৃত্যু! যার মৃত্যুর পর প্রিয়জনরা শেষ বারের মতো তার মরা মুখটা দেখতে পারে না।
এ কেমন মৃত্যু! যার পরিবার বিশেষ করে তার বাচ্চারা বাবাকে ছুঁয়ে কান্না করতে পারে না ।
এ কেমন মৃত্যু! যার জানাযায় পরিবার পরিজন/ প্রিয়জনরা কেউ অংশগ্রহণ করতে পারে না।
এ কেমন মৃত্যু! যার মৃতদেহ কবরে নামানোর জন্য পরিবারের কেউ থাকে না।
এ কেমন মৃত্যু! প্রিয়জনরা শবযাত্রায় অংশ নিতে পারে না।
৬/৭ জন সহকর্মী ও মারকেজুল ইসলামের কয়েকজন সহ জালালের জানাজা হলো।
মহান আল্লাহর নিকট এ মহাবিপদ থেকে রক্ষার উদ্দেশ্যে সকলের নিরাপত্তার জন্য দোয়া করি।
সকলে নিজ বাড়িতে অবস্হান করি। স্বাস্হ্য বিধি মেনে চলি। আইন মেনে চলি।
জালালের আত্মার মাগফিরাত কামনা করছি।
লেখক- সেনা কর্মকর্তা, প্রেষনে বিজিবিতে কর্মরত।
No comments