Header Ads

Header ADS

করোনাভাইরাস যুদ্ধে সহযোদ্ধার মৃত্যুঃ


         করোনাভাইরাস যুদ্ধে সহযোদ্ধার মৃত্যুঃ


 আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দিন শুরু।  প্রিয় সহযোদ্ধা বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা জনাব জালাল সাইফুর রহমান, পরিচালক (উপসচিব), দুর্নীতি দমন কমিশন ! কোভিড ১৯ আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে মৃত্যুবরণ করেন।


সারাদেশে করোনাভাইরাস বিরোধী যুদ্ধে ডাক্তার, সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। মনে হচ্ছে, এ কাজটি শুধূই প্রশাসনের। আর জনগন আামাদের সাথে এতদিন লুকোচুরি করেছে।
কর্মকর্তারা সবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। যে কোন মূহুর্তে আমরা সংক্রমিত হতে পারি।

৪৮ বছর বয়সে জালালের এ কেমন মৃত্যু!  যার মৃত্যুর সময় প্রিয়জন কেউ পাশে থাকতে পারে না।
এ কেমন মৃত্যু!  যার মৃত্যুর পর প্রিয়জনরা শেষ বারের মতো তার মরা মুখটা দেখতে পারে না।
এ কেমন মৃত্যু!  যার পরিবার বিশেষ করে তার বাচ্চারা বাবাকে ছুঁয়ে কান্না করতে পারে না ।
এ কেমন মৃত্যু!  যার জানাযায় পরিবার পরিজন/ প্রিয়জনরা কেউ অংশগ্রহণ করতে পারে না।
এ কেমন মৃত্যু!  যার মৃতদেহ কবরে নামানোর জন্য পরিবারের কেউ থাকে না।
এ কেমন মৃত্যু! প্রিয়জনরা শবযাত্রায় অংশ নিতে পারে না।
 ৬/৭ জন সহকর্মী ও মারকেজুল ইসলামের কয়েকজন সহ জালালের জানাজা হলো।

মহান আল্লাহর নিকট এ মহাবিপদ থেকে রক্ষার উদ্দেশ্যে সকলের নিরাপত্তার  জন্য দোয়া করি।

সকলে নিজ বাড়িতে অবস্হান করি। স্বাস্হ্য বিধি মেনে চলি। আইন মেনে চলি।
জালালের আত্মার মাগফিরাত কামনা করছি।
লেখক- সেনা কর্মকর্তা, প্রেষনে বিজিবিতে কর্মরত।

No comments

বাংলাদেশে একদিনে ১০৩৪ জন রোগী শনাক্ত হয়েছে ! মৃত্যু হয়েছে ১১ জনের

💁  বাংলাদেশে একদিনে ১০৩৪ জন রোগী শনাক্ত হয়েছে ! মৃত্যু হয়েছে ১১ জনের ! মোট আক্রান্ত ১৫৬৯১ জন ! মোট মৃত্যু হয়েছে ২৩৯ জনের ! R24

Powered by Blogger.