Header Ads

Header ADS

ব্রেকিং_নিউজ 📢 নরসিংদীতে মোট তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে

নরসিংদী ১শ’ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মালি জুয়েল মিয়ার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। A total of three coronary patients have been identified in Narsingdi

প্রতীকী ছবি

পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ বুধবার বিকেলে এ তথ্য জানান জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. এম এন মিজানুর রহমান। আক্রান্ত জুয়েল রায়পুরা উপজেলার ডৌকারচর গ্রামের বাসিন্দা। নরসিংদী জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন যাবৎ নরসিংদী ১শ’ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মালি জুয়েল মিয়া ঠাণ্ডা জ্বর ও কাশিতে ভুগছিলেন। করোনা উপসর্গ দেখা দিলে গতকাল তার নমুনা সংগ্রহ করে আইইআরডিসিতে পাঠায় জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ বুধবার বিকেলে কোভিড-১৯ পজিটিভ পায় আইইআরডিসি। এ নিয়ে নরসিংদীতে মোট তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা হলো রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামের একজন ও ডৌকারচর ইউনিয়নের ডৌকারচর গ্রামে একজন এবং পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার একজনসহ মোট তিনজন  এদিকে শাহপুর গ্রামসহ আশেপাশের ৫টি গ্রাম, ডৌকারচরের একটি গ্রাম এবং পলাশের ইসলামপাড়া গ্রামটি লকডাউন করা হয়েছে। এছাড়াও হোম কোয়ারেন্টাইনে ২৩১ জনকে রাখা হয়েছে।  

No comments

বাংলাদেশে একদিনে ১০৩৪ জন রোগী শনাক্ত হয়েছে ! মৃত্যু হয়েছে ১১ জনের

💁  বাংলাদেশে একদিনে ১০৩৪ জন রোগী শনাক্ত হয়েছে ! মৃত্যু হয়েছে ১১ জনের ! মোট আক্রান্ত ১৫৬৯১ জন ! মোট মৃত্যু হয়েছে ২৩৯ জনের ! R24

Powered by Blogger.